সাকিবের অনুপস্থিতিতে গুরুত্ব বেড়েছে সৌম্যের
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে সৌম্য সরকারকে। এই সিরিজে আবার খেলছেন না সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে সৌম্যের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে তাকে নেওয়ার ব্যাখ্যায় নিউজিল্যান্ডের আগের পারফরম্যান্সের কথা বলেছিলেন প্রধান নির্বাচক। এবার সাকিবের অনুপুস্থিতিতে পেস বোলিং অলরাউন্ডার সৌম্যের গুরুত্বের কথা বলছেন শান্ত।
তিনি বলেন, ‘আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে উনার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে অভিজ্ঞতাটা তো আছেই।’