এক বছরের জন্য নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার কেইথ বার্কার

এবার নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে বড় শাস্তির মুখে পড়লেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ বাঁ-হাতি পেসার কেইথ বার্কার। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৪ সালের জুলাইয়ে বার্কারের শরীরে নিষিদ্ধ দ্রব্য শনাক্ত হয়। তারও আগে, মে মাসে এক ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। এরপর ৫ মার্চ ইসিবির অ্যান্টি-ডোপিং নীতিমালার দুটি ধারা ভাঙার কথা স্বীকার করেন এই পেসার। নিষেধাজ্ঞার মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের ৪ জুলাই থেকে। আগামী ৪ জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
নিষেধাজ্ঞার ঘোষণার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বার্কার। বলেন, 'গত নয় মাস ছিল ভীষণ কঠিন। শুনানি চলাকালীন সময়টা যেন কঠিনতম শাস্তির মতোই কেটেছে। আজকের রায় আমার পুরো ক্যারিয়ার শেষ করে দিচ্ছে। আমি কৈশোর থেকে যে খেলাটিকে ভালোবেসে এসেছি, সেখান থেকে কিছু প্রশাসনিক ভুল আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার পাশে থাকার জন্য হ্যাম্পশায়ার পরিবার ও সকলের প্রতি কৃতজ্ঞ।'