শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিউজমেট ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১৮ এপ্রিল ২০২৫

বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান নারী ক্রিকেট দল

বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান নারী ক্রিকেট দল
পাকিস্তান নারী ক্রিকেট দলের উইকেট উদযাপন। ছবি: পাকিস্তান ক্রিকেট

ভারতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান বৃহষ্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে। 

সিদ্রা আমিনের ৮০ রানের ক্যামিও, ফাতিমা সানার দুর্দান্ত ফিফটির পর পাকিস্তানের বোলাররা সেরেছে বাকি কাজ। ফাতিমা-নাসরা সিন্দু-রামেন শামিমের তিনটি করে উইকেটে পাকিস্তান পেয়েছে টানা চার জয়। এক ম্যাচ বাকি রেখেই নিশ্চিত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার টিকিট।

ছয় দলের বাছাইপর্বে এটি পাকিস্তান দলের চতুর্থ জয়। এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান।

সম্পর্কিত বিষয়: