রোববার   ২০ এপ্রিল ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২

Advertisement

নিউজমেট ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫০, ১৯ এপ্রিল ২০২৫

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন অনিশ্চিত

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন অনিশ্চিত
বাংলাদেশের ব্যাটারকে আউট করে উদযাপন পাকিস্তান নারী ক্রিকেট দলের। ছবি: পিসিবি

পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ শনিবার ব্যাটিংটা বাজেই করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান নারী দল। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়।

ওপেনার ফারজানা হক এদিন শূন্য করে ফেরেন। অন্য ওপেনার দিলারা আক্তার ১৩ রান যোগ করেন। পরেই আউট হন অধিনায়ক নিগার সুলতানা (১)। বাংলাদেশ ২১ রানে হারায় ৩ উইকেট। 

দলকে ভরসা দেওয়ার ভার পড়েছিল শারমিন আক্তারের কাঁধে। কিন্তু আগের চার ম্যাচেই ভালো ব্যাটিং করা শারমিন এদিন হাল বেশিক্ষণ বাইরে পারেননি। তিনি ফিরে যান ২৪ রান করে। পরে ঋতুমনি ও ফাহিমা খাতুন দৃঢ়তা দেখিয়ে ফিফটি ছোঁয়া ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। ঋতু ৭৬ বলে ৪৮ ও ফাহিমা ৫৩ বলে ৪৪ রান করেন।

জবাবে নামা পাকিস্তান দুই ব্যাটারের ফিফটিতে সহজে জয় তুলে নেয়। পাকিস্তানের ওপেনার মুনিবা আলী ৬৯ রান করেন। সিদ্রা আমিন ৩৩ রান করে ফিরে যান। আলিয়া রিয়াজ ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন ফাতিমা সানা ও ডায়ানা বেগ।

পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা যদি বড় ব্যবধানে জয় না পায়, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা। 

ভারতে অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবে আট দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি আসরের টিকিট হাতে পেয়েছে। বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে নেমেছে ছয় দল। এর মধ্যে টানা চার জয়ে বিশ্বকাপের টিকিট কাটে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষেও জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যাচ্ছে তারা।