সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

স্পোটর্স ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বড় পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বড় পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের
ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারত সফরে গিয়েছিল টিম টাইগার। কিন্তু চেন্নাইয়ে প্রমাণ হয়ে গেল, দুই প্রতিপক্ষের শক্তির পার্থক্য কতটা। চরম ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন প্রথম সেশনেই শেষ হয়ে গেছে ম্যাচ।

সাকিব-লিটনের বিদায়, চেন্নাইয়ে বড় হারের পথে বাংলাদেশসাকিব-লিটনের বিদায়, চেন্নাইয়ে বড় হারের পথে বাংলাদেশ
৫১৫ রানের বিশাল টার্গেটে চেন্নাই টেস্টের চতুর্থ দিন আজ রবিবার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ঘণ্টা বেশ ভালোই ব্যাটিং করেছেন সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত।

দিনের প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তার বল সোজা ব্যাটে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান (২৫)। এর আগে তিনি রবীন্দ্র জাদেজাকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে রিশাভ পান্তর ভুলে স্টাম্পিং থেকে বেঁচে গিয়েছিলেন। সাকিব আউট হওয়ার পরই রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (১)।

এরপর আবারও মঞ্চে রবিচন্দ্রন অশ্বিন। তার বলে ৮ রান করে জাদেজার তালুবন্দি হন মেহেদি মিরাজ। এটা তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম পাঁচ উইকেট শিকার। পরের ওভারে ১২৭ বলে ৮ চার ৩ ছক্কায় ৮২ রান করা শান্তকে বুমরাহর তালুবন্দি করেন জাদেজা। ফিরতি ওভারে এসে ফের শিকার ধরেন অশ্বিন। তার ৬ষ্ঠ শিকার তাসকিন আহমেদ (৫)। ২৩ রানের মধ্যে নেই ৪ উইকেট। শেষে হাসান মাহমুদকে (৭) বোল্ড করে বাংলাদেশের ইনিংসে ইতি টানেন জাদেজা। ৬২.১ ওভারে ২৩৪ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারত জিতে যায় ২৮০ রানের বিশাল ব্যবধানে। অশ্বিন ৮৮ রানে ৬টি আর জাদেজা ৫৮ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি নিয়েছেন বুমরা।