কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
ছয় দফা দাবি পূরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় আজ শুক্রবার দুপুরে সারা দেশে একযোগে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যম ফেসবুকে `কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ` নামের পেজে পোস্ট করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পোস্ট ও ভিডিওতে উল্লেখ করা হয়, `বাদ জুম্মা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে "৮৭ এর কাফন আন্দোলন" এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে।`