মধ্যরাতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে নয়াদিল্লিতে জরুরি তলব
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে বুধবার মধ্যরাতে রাতে কড়া বার্তা দিয়ে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাদ আহমেদকে তলব করে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে থাকা প্রতিরক্ষা, নৌ ও বায়ু উপদেষ্টাকেও বহিস্কারের সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়। পাশাপাশি, এই সামরিক উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়।