বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেছেন, একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে উগ্রবাদ উত্থানের আশঙ্কা, মার্কিন ব্র্যান্ডের ওপর সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা, বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।