মাদারীপুরের রাজৈরে ১৪৪ ধারা জারি
মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দিনব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষ অন্তত ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ আহত হয়েছেন। এ ঘটনার জেরে সোমবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।