ইউক্রেনের গোলায় আহত রুশ সাংবাদিক নিকিতা মারা গেছেন
ইউক্রেনের কামানের গোলার আঘাতে রুশ সাংবাদিক নিকিতা গোলদিন মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রাশিয়ার সামরিক বাহিনীর জাভেজদা টেলিভিশনে কাজ করতেন তিনি। নিকিতার কর্মস্থলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
রুশ সামরিক বাহিনীর দৈনিক সংবাদপত্র ক্রাসনায়া জাভেজদায়ও লিখতেন নিকিতা। সংবাদপত্রটি জানায়, ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের মস্কো–নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকায় গত ২৪ মার্চ হামলার শিকার হন নিকিতা ও তার সহকর্মীরা।