বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ || ১৬ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস মারা গেছেন

পোপ ফ্রান্সিস মারা গেছেন

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ  বাসভবনে মারা যান তিনি। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।  এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানিয়েছিল ভ্যাটিকান। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তাঁর শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ইতালির রোমে একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলেছে তাঁর। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ।