জবাবে পরীমনির ফেসবুক লাইভ
ঢাকার ভাটারা থানায় সোমবার রাতে একটি অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী পরীমনি। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তিনি রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফেসবুকে লাইভে আসেন এবং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব তিনি আইনগতভাবে দেবেন।
লাইভের শুরুতেই পরীমনি বলেন, “আপনারা যদি আমার জীবনযাপন লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমি আত্মীয়স্বজন নিয়ে থাকি না। আমার পুরো পরিবার বলতে আমার স্টাফরাই। মাদার্স ডে, ফাদার্স ডে সহ বিভিন্ন দিবসে আমি তাদের নিয়েই লিখেছি, কারণ আমি তাদের সাথেই থাকি। এর মধ্যে একজন আছে, যে এখনো এক মাস পূর্ণ করেনি। সে গৃহকর্মী হিসেবে দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।”