‘হালাল র্যাপ’ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে যা বললেন জারা
সৌদি আরবের নারী র্যাপার জারা ওরফে হুডজাবি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গান ‘মোরালস’। তরুণ প্রজন্মের কাছে প্রশংসিত গানটি। শব্দ সুরের শালীনতার জন্য এই সংগীতের ধারা ‘হালাল র্যাপ’ হিসেবে পরিচিতি পেয়েছে। শ্রোতাদের অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়, হালাল র্যাপ আবার কী জিনিস? সেই উত্তর দিয়েছেন জারা নিজেই।